October 27, 2019 || 4:18 pm

৭৫ বছর বয়সে বাবা হলেন তোতা মিয়া

ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা তোতা মিয়ার বয়স এখন ৭৫ সে এই বয়সে নাতি নাত্নির নিয়ে জীবন কাটানোর কথা সে বয়সে তিনি এখন হলেন বাবা।

ছয় ভাই বোনের মধ্যে সবথেকে ছোট হাবিবুর রহমান তোতা মিয়া দশম শ্রেণিতে মাকে হারিয়ে অার্থিক টান পুরনের মধ্যে দিয়ে বড় হয়েছেন তোতা মিয়া।
টাকার অভাবে দিতে পারেননি মেট্রিক পরীক্ষা, তখন থেকেই প্রতিজ্ঞা করেন সাবলম্বী হওয়ার আগে বিয়ে করবেন না শুধু করেন কৃষি কাজ আর কৃষির আয়ের টাকা দিয়ে ধিরে ধিরে কিনেন ৩০ একর জমি।

এছাড়া প্রথমিক ও উচ্চবিদ্যাল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ ময়দান গড়ে তোলায় তার প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী। আগামীতে কলেজ, বৃদ্ধাঅাশ্রম, হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।
গত বছর ৭৪ বছর বয়সে তোতা মিয়া বিয়ে করছেন স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুনকে, এবছর তাদের ঘরে এসেছে পুত্র সন্তান।
স্বামী এবং সন্তানকে নিয়ে বাকি জীবন কাটাতেচান তার স্ত্রী অাকলিমা খাতুন।

Related Posts
x