May 15, 2020 || 1:50 am

৬৫ বছর বয়সী রিকশাচালক বৃদ্ধের সাথে, ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে

কুমিল্লার লালমাই উপজেলার পেরুলেই ৬৫ বছরের বৃদ্ধ ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও।

বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকে তুমুল সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, রবিবার (১০ মে) রিক্সাচালক ওই বৃদ্ধ এ বছর বয়সে অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে।

বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার এবং গ্রামবাসীর অভিযোগে তাদেরকে ইউনিয়ন পরিষদের হাজির করা হয়।

ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলে, রিকশাচালক ওই বৃদ্ধ মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দাবি করে জন্ম সনদ এবং বিয়ের কাবিননামা উপস্থাপন করে।

রিক্সাচালক ওই বৃদ্ধ দাবি করেন, মেয়েটি যখন ক্লাস ফাইভে পড়ে তখন থেকে তাদের মাঝে চলছে প্রেম।
মেয়েটি নিজেও দাবি করে সে প্রাপ্ত বয়স্ক।

মেয়েটিকে তার পরিবারের কাছে যেতে বললে,
মেয়েটি তার পরিবারের কাছে যেতে রাজি হয়নি এমন খবর পাওয়া গেছে।

মেয়েটির বাবা ঢাকায় চাকরি করে,
রিক্সাচালক ওই শামসুল ওই মেয়েটির পরিবারকে দেখাশোনা করত।
ওই মেয়েটিকে রিকশায় করে তার স্কুলে নিয়ে আসা-যাওয়া করত।

এই সুযোগে রিকশাচালক শামসুল তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে পালিয়ে যায়।
এবং টাকার লোভ দেখিয়ে তাকে বিবাহ করে।

Related Posts
x