এ ঘটনায় একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে সxফুর উদ্দিন ও তার সহযোগী একই এলাকার মোয়াজ্জেমেরxx স্ত্রী সাজেদা বেমের নামে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সাজেদা বেগমকে।xx
পুলিশ জানায়, কয়েকমাস আগে নাতনীর বাড়িতে নিয়মিতx যাতায়াতকালে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন সফুর উদ্দিন। সম্প্রতি মেয়েটির পরিবারের লোকজন তার শরীরেরx পরিবর্তন দেখতে পেয়ে চিকিৎসকের👇 কাছে নিয়ে স্বাস্থ্য পরীক্ষাx করে জানতে পারে সে অন্তঃসত্ত্বা। পরে মেয়েটিকে জিজ্ঞেসx করলে সে তার নানার কথা জানিয়ে দেয়।✅
এদিকে ঘটনা জানাজানি না করার জন্য ভুক্তভোগী পরিবারকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসেন সাজেদা বেগম। পরবর্তীতে পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন।👇
এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 👇রাতে প্রতিবন্ধী মেয়ে নানার লালসার শিকার হয়ে ৫ মাসের অ👇ন্তঃসত্ত্বা হয়েছেন👇
এমন একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে প্রধান আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।👇✅
Leave a Reply