November 19, 2021 || 11:00 pm

৪৬ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা..!

‘নেশাগ্রস্ত’ হয়ে লুটিয়ে পড়লেন নেহা কক্কর ও লিলি সিং….!

বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে একটি দারুন খুশির খবর শে’য়ার করেছেন অভিনেত্রী। মা হয়েছেন প্রীতি জিন্টা, একসাথে জো’ড়া জোড়া সন্তান হয়েছে অভিনেত্রী। ২০১৬ সালে আমেরিকান ব্যবসায়ীকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর স্বামীকে নিয়ে ল’স’ এঞ্জেলেসে সংসার পেতেছিলেন তিনি। এবার যমজ সন্তানের আগমনে খুশিতে ভরে উঠল অভিনেত্রীর সংসার।’
আবারো কোমর দোলানো নাচ নেচে ভাইরাল শ্রীলেখা মিত্র
বর্তমানে ৪৬ বছর বয়স প্রীতি জিন্টার, তবে গর্ভধারণ করে ন’য় বরং সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে ‘মা হবার খবর শেয়ার করে তিনি লিখেছেন, ‘ তোমাদের সবার’ সাথে একটা দারুন খুশির খবর শেয়ার করতে চলেছি। জিন ও আমি হৃদয় ভরা আনন্দে উচ্ছসিত ও কৃতজ্ঞতায় পরিপূর্ন হয়ে ‘গিয়েছি। আমারা আমাদের পরিবারে আমাদের যমজ সন্তান জ’য় জিন্টা গুডইনাফ এবং জিয়া জিন্টা গুডইনাফকে স্বাগত জানাচ্ছি। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা সত্যি খুবই উৎসাহী’।”

সন্তান জন্ম দিয়ে দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন ফাতেমা আক্তার…!
অবশ্য খুশির খবরের সাথে সমস্ত চিকিৎসক, নার্স ও যিনি ‘সারোগেসি করেছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। প্রীতি’ জিন্টার মা হবার খবর শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। বলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুগামীরা সকলে’ই অভিনেত্রীকে মা হবার শুভেচ্ছা জানিয়েছেন। প্রথমেই জ্বলজ্বল’ করছে শিল্পা শেট্টির শুভেচ্ছা বার্তা।’

সন্তান জন্ম দিয়ে দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন ফাতেমা আক্তার…!চার যুগ অপেক্ষা, অবশেষে প্রথম সন্তানের মা হলেন ৭০ বছরের বৃদ্ধা..!

Related Posts
x