
‘৩ মাসের বেশি জেল হবে না আমার’ জেলে বসে হুঙ্কার দিলেন ‘পাপিয়া’
তিন মামলার আসামি পাপিয়া এবং তার স্বামী সুমন,
তাদেরকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় ।
রিমান্ডের দিনগুলোতে প্রতিদিনই নতুন নতুন তথ্য,
বেরিয়ে আসছে তাদের অজানা অনেক অপকর্ম ।
পাপিয়ার এসব নিয়ে সারাদেশে তুমুল ঝড় বয়ে যাচ্ছে।
পাপিয়া এখন ভাইরাল টপিকে পরিণত হয়ে গেছে ।
জেলে থাকা সত্ত্বেও তাদের দম্ভ কমছে না পাপিয়া ও তার স্বামীর সুমনের।
জেলের মধ্যে থেকেও তারা বড় বড় হুঙ্কার ছাড়ছে ।
সে বলেছে…
আপনার টাকা দেবো না,
প্রতারণার মামলা করবেন তো করেন,
ওই মামলায় দুই মাসের বেশি জেল হবে না ।
পাপিয়া আরো বলেছেন..
অস্ত্র মামলা খেয়েছি,
বাট আমি মামলা নিয়ে ভয় পাইনা ।
পাপিয়া নরসিংদী থাকা অবস্থায়, সে এক ব্যবসায়ীকে তার বাসায় আটকে রেখে ১০ লাখ টাকার মৃত্যুপণ দাবি করেন পাপিয়া ।
পরবর্তীতে সেই ব্যবসায়ী তাকে ৩ লক্ষ টাকা দেয় ।
লোকটি এসব বিষয়ে মামলা করতে গেলে পাপিয়া ঐসব কথা বলেন ।
Leave a Reply