
৩৩ জন ‘এমপি’ পাপিয়ার কল লিস্টে
বহুল আলোচিত নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া ।
পাপিয়াকে গত শনিবার গ্রেফতার করা হয়, সেই সাথে তাকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় ।
সূত্রে জানা যায় পাপিয়াকে গ্রেফতারের পর তার মোবাইল ফোনগুলো জব্দ করে নেয় প্রশাসন।
পাপিয়ার ফোনের কল লিস্ট এ অনেক ভিআইপি ভার্সনের ফোন কল লিস্ট পাওয়া যায় ।
পাপিয়া গ্রেফতারের আগ মুহূর্ত পর্যন্ত অনেক মন্ত্রী-এমপির সঙ্গে কথা হয়েছে তার।
পরবর্তীতে তার মোবাইলের সব কল লিস্ট চেক করে দেখা যায়,
যে তার কল লিস্টে ৩৩ জন এমপির কল লিস্ট পাওয়া যায়।
গ্রেপ্তার করার সময় পাপিয়া প্রসঙ্গে অনেক হুমকি এবং ভয় দেখায়।
পাপিয়া আরও বলেন ‘আমি কি তোরা হয়তো আমাকে চিনিস না’
অনেক কৌশলে পাপিয়াকে গ্রেফতার করা হয়।
এবং পাপিয়া নিজের মুখে তার সব দোষ গুলো স্বীকার করেন ।
Leave a Reply