April 17, 2020 || 3:05 pm

১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ‘সেব্রিনা ফ্লোরা’

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) এর চার টেকনোলজিস্ট সহ ৬ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে 4 জনকে মহাখালী সংক্রমক ব্যাধি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আইইডিসিআর এর সূত্রে জানা যায়, ওই ৬ জনের করোনা পরীক্ষা করা হলে,
তাদের করোনা পজিটিভ আসে ।

এরপর আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও করোনা পরীক্ষা করা হয়।

তার করোনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

তারপরেও তিনি স্বেচ্ছায় ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন।

করোনায় আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জন টেকনোলজিস্ট, ১ জন ক্লিনার, আর ১ জন আইইডিসিআরের স্টাফ।

Related Posts
x