April 12, 2020 || 9:35 am

হোম কোয়ারেন্টাইনে টলিউড অভিনেত্রীর ভাইরাল ডান্স ভিডিও

কলকাতায় চলছে ২১ দিনের লকডাউন।
করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সেই সাথে বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা।
মানুষের জীবন বাঁচাতে মানুষদেরকে রাখা হয়েছে গৃহবন্দী ।

বাইরের জগৎ প্রায় সবকিছুই বন্ধ, স্কুল, কলেজ, দোকান, হাট-বাজার, সবকিছুই বন্ধ।
মানুষ প্রায় ঘরে বসেই সময় কাটাচ্ছে।
সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই পোস্ট করছে।

মানুষের কাছে তাদের জীবন সুস্থ থাকার পরামর্শ দিচ্ছে। অনেক সেলিব্রেটি আবার মজার মজার পোস্ট করছে। যেমনটাই করলেন টলি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

সে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য শাড়ি পড়ে অসাধারণ ডান্স পোস্ট করলেন।
যা এখন সোশ্যাল মিডিয়ার ফেসবুকে ভাইরাল।

ইষ্টিকুটুম সিরিয়ালের সবচেয়ে সফল একজন অভিনেত্রী তিনি। তিনি শাড়ি পড়ে ডান্স করলেন, এবং পোস্টে লেখেন ‘কোয়ারেন্টাইন ডান্স’ ।

তার এই নাচের ভিডিও তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেন। যায় এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল ডান্স।

Related Posts
x