হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী মৃত্যুবরণ করেছেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে পরলোকগমন করলেন।

তিনি বেশ কিছুদিন যাবৎ হূদরোগে আক্রান্ত ছিলেন।
আল্লামা তোফাজ্জল হোসেন ভৈরবী ১১ জুন ২০২০ হূদরোগে আক্রান্ত হয়ে বিকাল ৪ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন,
‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

উনি তার ইসলাম প্রচারের কালে ‘মা’ নিয়ে অনেক আলোচনা করেছিলেন,
তা আলোচনা শুনে হাজার হাজার শ্রোতা কেঁদে আকুল হয়ে যেতেন।

এমন মানুষ আমাদের মাঝ থেকে চলে যাওয়া আমরা গভীর শোকাহত।
হয়তো এমন মানুষ আর আমরা কোথাও খুঁজে পাবো না।

তিনি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা ধারণকারী একজন ওয়ায়েজ।

যার আলোচনায় নবী প্রেম, নামায রোজাসহ বিভিন্ন ইবাদতের গুরুত্ব এবং পিতামাতার মুহাব্বতের দিকগুলো ফুটে উঠত।

বহু মানুষ তার আলোচনা শুনে অশ্রু ঝরিয়েছে, অনেক মানুষ তার আলোচনা শুনে নামাযী হয়েছে।

আল্লাহ রাব্বুল ইজ্জত মরহুমের খিদমতগুলো কবুল করে জাযায়ে খায়র দান করুন।

তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদেরকে সবরে জামিল দান করুন।
আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউস দান করুক।
আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *