
স্বাগতিকদের গুটিয়ে দেওয়ার প্রত্যাশায়, শুরু দ্বিতীয় দিনের খেলা..!
লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে, গড়িয়েছে। প্রথম দিনে গতকাল অল আউট হয়ে গিয়েছিল, বাংলাদেশ। ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে, কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেছিল উইন্ডিজ। স্বাগতিকদের উইকেটগুলো, দ্রুত তুলে নেওয়ার প্রত্যাশায় টিম টাইগার তাকিয়ে, বোলারদের দিকে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বা,গতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৭৩ রান। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ৩১* এবং জন ক্যাম্পবে,ল ৩৭* রানে ব্যাট করছেন।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ,, ৫৩ রান করেন লিটন কুমার দাস। ইনিংসটি খেলার পথে তিনি প্রথম ক্রিকেটার, হিসেবে চলতি বছরে এক হাজার রানে পৌঁছে গেছেন।, এই একটাই ফিফটি আছে বাংলাদেশের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান তামিম ইকবালের। এ ছাড়া মমিনুল, হকের জায়গায় সাত বছর ৯ মাস পর সুযোগ পাওয়া, এনামুল হক বিজয় ২৩ রান করেন। ব্যর্থতা অব্যাহত রাখেন নাজমুল হোসেন শান্ত (২৬)। লোয়ার অর্ডারে শরীফুল ইসলামের ১৭ বলে ২৬ আর খালেদ আহমেদের, অপরাজিত ২১* রানে বাংলাদেশের স্কোর ২৩৪-এ গিয়ে থামে।