December 3, 2021 || 2:25 pm

সৌদি আরবে শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন..!

পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুঁতে রাখা ১০ তরুণীর লাশ উদ্ধার..!

দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হওয়া প্রাণঘাতি করো”নাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সৌদি আরবেও শনাক্ত হয়ে’ছে।
ঢাবি, গুচ্ছ, নিটোর ও ৭ কলেজে প্রথম হয়েছেন একই মাদ্রাসার শিক্ষার্থীরা.!
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য% জানিয়েছে।

জানা যায়, সৌদি আরবে আফ্রিকান এক নাগরিকের’ দেহে করোনার ওমিক্রন ধর’ন শনাক্ত হয়েছে। তাকে আইসো%লেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে’ আসা ব্যক্তিদেরকেও” আইসোলেশনে রাখা হয়েছে।%
ঢাবি, গুচ্ছ, নিটোর ও ৭ কলেজে প্রথম হয়েছেন একই মাদ্রাসার শিক্ষার্থীরা.!
ওমিক্রন আবিষ্কারের পরপরই মালাউই, জাম্বিয়া, মা’দাগাস্কার, এঙ্গোলা, সিচেলাস, মরিশাস ও ক’মোরোসসহ ১৪টি’ দেশের সঙ্গে সবরকম ফ্লাইট স্থগি’ত করেছে সৌদি আরব। সেই সঙ্গে আফ্রিকা মহাদেশ থেকে আগত সবাইকে গভীর পর্যবেক্ষণে রাখ”ছে কর্তৃপক্ষ।’

১৬ ডিসেম্বর সারাদেশের মানুষকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী..!

Related Posts
x