
সুখবর, আগামী সেপ্টেম্বরে আসছে ২০০ কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন!
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবীর এখন বিপর্যস্ত।
প্রতিনিয়ত এই ভাইরাসের কারণে হাজার হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
কঠিন বিপদের সময়ে আশার আলো দেখিয়ে সুখবর নিয়ে এল ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘আস্ট্রাজেনেকা’।
বৃটেনের এই কোম্পানিতে করোনার ভ্যাকসিন উৎপাদনের আশ্বাস দিয়েছেন।
তারা বলেছেন অতি শীঘ্রই ২০০ কোটি ডোজ করণা ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানিয়েছে।
এর মধ্যে ৪০ কোটি করোনার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র এবং বৃটেন।
সেইসাথে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে ১০০ কোটি করোনার ভ্যাকসিন পাঠাবেন বলে জানিয়েছে ওই কোম্পানি কর্তৃপক্ষ।
সূত্রে জানা গেছে, ওই ভ্যাকসিন দেওয়া হয়েছে ‘এজেডডি১২২২’।
তারা উদ্যোগ নিয়েছে ওই কোম্পানী থেকে সারা বিশ্বে তাদের এই ধরনের ভ্যাকসিন ছরিয়ে দেওয়া হবে।
২০২১ সালের প্রথম দিকে এই ভ্যাকসিন কে সমস্ত পৃথিবীর প্রতিটি দেশে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ।
এই কোম্পানিটি গত বৃহস্পতিবার সাংবাদিকদের এক বিবৃতিতে জানায়,
সামনে বছর ওই কোম্পানিতে সমস্ত পৃথিবীতে ১০০ কোটি ভ্যাকসিন পাঠাবে বলে জানিয়েছেন।
ওই কোম্পানী থেকে এই বছরের শেষের দিকে ৪০ কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানিয়েছেন।
Leave a Reply