
সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল করোনা ভাইরাসের ঔষধ !
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুড়িয়ে পাওয়া এক প্রকার গাছের ফল,
পানিতে ভিজিয়ে খেলে করোনা ভাইরাস মুক্ত হওয়া যাবে এমন গুজব চারদিকে ছড়িয়ে পড়েছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওই ফলটির সন্ধানে লোকজন সীতাকুণ্ডের আশেপাশে ছড়িয়ে পড়ছে।
যারা ফলটি পেয়েছেন তাদের মাঝে অনেকেই জানিয়েছে ওই ফলটি তাদের বাড়ির রাস্তায় বা বাড়ির আঙ্গিনায় কুড়িয়ে পেয়েছে।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এই ঘটনা গুজব ছাড়া আর কিছুই না।
এই ফলটি পানিতে ভিজে খেলে সুস্থ হওয়ার বদলে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সীতাকুণ্ডর আশেপাশে এলাকায় এ গুজব ছড়িয়ে পড়েছে।
এই ফল খেলে নাকি করনা ভাইরাস মুক্ত হওয়া যাবে এমন গুজব ছড়িয়েছে।
এই গুজবে কিছু নারী বিশ্বাস করে এলাকায় এই ফল খুঁজতে থাকেন,
অনেক বাড়ির আশপাশ এবং রাস্তাঘাট থেকে ওই ফল খুঁজে বের করে।
এদিকে সূত্রে জানা যায়, এই ফল বা বিচি খেলে করোনা মুক্ত হওয়া যাবে এমন গুজব ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ।
সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ এদিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ।
তিনি বলেন, এমন গুজব কি করে ছড়ালো আমরা নিজেও জানিনা,
কোন ফল বা বিচি খেলে করোনা মুক্ত হওয়া যাবে এটা সঠিক না।
এটা পুরোপুরি একটি গুজব।
বরং না জেনেশুনে পানিতে ভিজিয়ে এই ফল খেলে উল্টো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।