
সারাবিশ্বে ‘করোনা ভাইরাস’ থেকে সুস্থ প্রায় ৭২ লাখ মানুষ
বৈশ্বিক মহা’মারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করো’নায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৬ হাজা’রের বেশি।




আক্রান্ত হয়ে’ছেন ১ কোটি ২৪ লাখের মতো। এর মাঝে ইতিবা’চক খবর হচ্ছে ইতোম’ধ্যে ৭১ লাখ ৮২ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে’ছেন।




বিশ্বব্যাপী করোনা ভাইরা’সে প্রাণহানি ও অসুস্থ’দের পরিসং’খ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকা’ল ৭টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে’ন ৫ লাখ ৫৬ হাজার ৫৮৫ জন।




এ ভাইরা’সে আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৭৮০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমা’নে ৪৫ লাখ ৮১ হাজার ৩৪৫ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৪৫৪ জন (১ শতাংশ) আশঙ্কাজ’নক অবস্থায় রয়েছে।




তবে করো’নায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত ক’রোনায় আক্রান্তে’র মধ্যে ৭১ লাখ ৮২ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।




গত বছ’রের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভা’ইরাস বাংলাদেশসহ বিশ্বে’র ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।




গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকট’কে মহামারি ঘোষ’ণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




Leave a Reply