সারাবিশ্বের সবার উপরে যাওয়ার সুযোগ বাংলাদেশের সাকিবের!

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়ান্টি অধিনায়ক সাকিব আল হাসান এক অন্যন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন।
আন্তর্জাতিক টি-টুয়ান্টি তে বিশ্বের সর্বোচ্চ উইকেট এর মালিক হতে সাকিব আল হাসানের প্রয়োজন মাত্র ১২টি উইকেট!

২০১৯ সালে এখন পর্যন্ত টি-টুয়ান্টি ম্যাচ খেলা হয় নি বাংলাদেশ দলের।আগামী মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তান কে নিয়ে টি-২০ ট্রাই-সিরিজ আয়োজন করছে বাংলাদেশ।ম্যাচ শুরু হবে সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে।

এই সিরিজে সাকিব নিজেকে নিয়ে যেতে পারে বিশ্বের সবার উপরে।আর মাত্র ১২ টি উইকেট শিকার করতে পারলে সাকিব হয়ে যাবে আন্তর্জাতিক টি-২০ তে সর্বোচ্চ উইকেট এর মালিক।সিরিজ টি তে মোট বাংলাদেশ ৪টি ম্যাচ খেলতে পারবে এবং ফাইনালে যেতে পারলে ৫ টি ম্যাচ হবে।

সাকিব ১২টি উইকেট নিতে পারলে পাকিস্তানের আফ্রিদি (৯৯) কে টপকে যাবেন সাকিব।আর ২য় স্থানে রয়েছে সদ্য অবসর নেওয়া লংকা লিজেন্ড মালিঙ্গা(৯৮)।
এশিয়াতে এবং বিশেষ করে দেশের মাটিতে সাকিব এর বোলিং সব সময় ভয়ংকর হয়ে থাকে।তার জন্য ৫ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করা খুব কঠিন কোন সমীকরণ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *