
সারাদেশে ‘জোন ভিত্তিক’ লকডাউনের ঘোষণা
করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন।
এর আগে এই করোনার সংক্রমণ ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার লকডাউন ও সাধারণ ছুটিসহ নানারকম পদ্ধতি অবলম্বন করেছিলেন।
করোনার সংক্রমণ ঠেকানোর জন্য এবার নতুন পদ্ধতি অবলম্বন করেছে বাংলাদেশ সরকার,
সারাদেশে জোন ভিত্তিক লকডাউন সিস্টেম তৈরি করেছে।
যেসকল এলাকাগুলোতে করোনা ঝুঁকিপূর্ণ সবথেকে বেশি সেসকল এলাকাগুলোতে রেড জোন লকডাউন ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন।
আগামীকাল সোমবার (১৫ জুন) থেকে যে জোন ভিত্তিক লকডাউন সিস্টেম চালু করা হবে এমন তথ্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হাসান।
রেড জোন এলাকাগুলোতে থাকবে সাধারণ ছুটি,
এবং অন্যান্য জোন ভিত্তিক এলাকাগুলোতে সবকিছু খোলার সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য রেড জোন এলাকায় হিসেবে ঢাকার রাজাবাজার কে চিহ্নিত করা হয়।
Leave a Reply