কু’মিল্লার মুরাদনগর উপজেলার ভূবনঘরে রাতে সহ’বাস করতে দিতে রাজি না হওয়ায় স্ত্রী’কে (২৪) পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে স্বামী শাকিবকে (২৭) আ”টক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পা’ঠানো হয়েছে।
শাকিব ভূবনঘর গ্রামের আবুল হোসেনের ছে’লে। অভিযোগ সূ’ত্রে জানা যায়, প্রায় আট বছর আগে শাকিবের সাথে দেবিদ্বার উপজেলার পূর্ব নবীপুর গ্রামের ওই নারীর বিয়ে হয়। বিয়ের প’র থেকেই তার ওপ’র নির্যাতন চলতো।কি’ন্তু কিছু দি’ন আগে যৌতুকের দাবিতে নির্যাতন চলে
গত দেড় মাস আগে জমি কেনার কথা বলে আরো দু’ই লাখ টাকা যৌতুক দা’বি করে শা’কিব। কিন্তু ৯ ফেব্রুয়ারি সে জানিয়ে দেয় তার বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। এ কথা শুনে শাকিব তার স্ত্রীকে মা”রধর করে।’
পরে ওইদিন রা’তেই শাকিব তার স্ত্রী নিপাকে জো’র পুর্বক সহবাস করতে চায়।এতে মানা করায় এর্লার্জির ওষুধের কথা বলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। একপর্যায়ে ঘুমিয়ে গেলে শাকিব পাইপ আ”কৃতির স্টি’লের একটি যন্ত্র তার স্ত্রীর বিশেষ অঙ্গে ব্যবহার করে তা’কে আহত করে।’
এসময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এ’লে শাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গৃ’হবধূর মা এসে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।এ বিষয়ে মুরাদনগর থা’নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ব’লেন,
নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শাকিবকে গ্রেফতার করা হয়েছে। আদালতের ‘মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।”
Leave a Reply