‘সলিড গোল্ড’ বানাতে চান ফারুকী


ঢাকা, ১৮ মার্চ – দেশের জনপ্রিয় তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজস্ব নির্মাণশৈলীতে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। বেশকিছু ধারাবাহিক নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ফারুকী। এবার একটি ওয়েব সিরিজ তৈরি করতে চান এই তরুণ নির্মাতা।

শুক্রবার ( ১৭ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা।

ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘সলিড গোল্ড’ নামে একটা ওয়েব সিরিজ করতে চাই। দুবাই এয়ারপোর্টে বসে বসে ফ্যাসিনেটিং সব রিপোর্ট পড়তে পড়তে এই আমার সিদ্ধান্ত!

সেই সঙ্গে স্ট্যাটাসটি, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অব স্টোরিজকে ট্যাগ করেছেন তিনি। ইতোমধ্যে স্ট্যাটাসটিতে ১৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। ২৭টি মন্তব্য ও ১৮ বার শেয়ার হয়েছে পোস্টটি।

নির্মাতার ওই পোস্টে রায়েদ মোর্শেদ নামে একজন মন্তব্য করে লিখেছেন, আবারও সেন্সর বোর্ড আটকে দেবে। আর বলবে বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

ওই ব্যক্তির মন্তব্যের উত্তরে ফারুকী বলেন, এই গল্পটা বিমানের না বোধ হয়, বেঈমানের হইতে পারে!

আইএ/ ১৮ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::‘সলিড গোল্ড’ বানাতে চান ফারুকী first appeared on DesheBideshe.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *