সব মিলে ‘করোনা’ মোকাবিলায় সক্ষম হয়েছি; স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সব মিলে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু হার কম।

এছাড়া দেশে এই ভাইরাসে আক্রান্তের হার কমে আসছে। সুস্থতার হার বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চুয়ালি বিকন সেফালোসপোরিন প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে

এমন দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকন সেফালোসপোরিন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে ময়মনসিংহের ভালুকায়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের আব্দুল মান্নান জানান, বিশ্বের যেসব দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযেগ রাখা হচ্ছে।

এছাড়া করোনা ভ্যাকসিন পাবার পর যাতে দেশে উৎপাদন করে জনগণের কাছে পৌঁছে দেয়া যায় সেজন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি আহ্বান জানান তিনি!

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *