
সন্তানের জন্য ‘বাবারা’ মৃত্যু কেউ ভয় পায় না, বাবারা হারতে জানে না
বাবার প্রিয় সন্তান প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত।
ডাক্তারের পরামর্শ জরুরি বিভাগে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল এ সন্তানটিকে পাঠানো হয়।
হাসপাতালের বাহিরে অ্যাম্বুলেন্স পর্যন্ত রোগীদের জন্য স্ট্রেচার ব্যবহার করা হয়।
কিন্তু শত অনুরোধেও স্ট্রেচারে করে সন্তানটিকে কোন ডাক্তার বা নার্স অ্যাম্বুলেন্স এর নিকট আনতে রাজি হননি।
ডাক্তার, নার্স ভয় পেয়েছিল যদি তারাও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়, এইজন্য কেউ তার কাছে এগিয়ে আসেনি।
‘সন্তানটির বাবা কোনো উপায় খুঁজে না পেয়ে,
নিজের জীবনকে তুচ্ছ মনে করে সন্তানটিকে কোলে নিয়ে এম্বুলেন্সে উঠিয়ে দেন’।
ছবিগুলো দেখে আর ঘটনাটি জেনে নিজেই স্তব্ধ হয়ে গেছিলাম,
আমার শরীরের লোম খাড়া হয়ে গেছে ঘটনাটি জেনে,
আর দু চোখের কোণে অশ্রু চলে আসছে ।
সন্তানদের জন্য বাবা নিজের জীবনটাই বিলিয়ে দেয়,
সন্তানের জন্য সব বাবা শেষনিঃশ্বাস ত্যাগ করতেও রাজি থাকে।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি,
ওই বাবা এবং সন্তানকে সুস্থ রাখুক।
Leave a Reply