
শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
নাটোরের সিংড়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ।
এ ধর্ষণের অভিযোগ করা হয়েছে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (২৫ এপ্রিল) অভিযুক্ত ওই নারী সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত আবদুল হামিদ ওই উপজেলার বিয়াশ চরপাড়া গ্রামের একজন বাসিন্দা।
আব্দুল হামিদ পেশায় একজন কৃষক।
সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আব্দুল হামিদের ছেলের সঙ্গে অভিযুক্ত ওই নারীর বিয়ে হয়।
বিয়ের পর থেকেই ওই পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়েছে আব্দুল হামিদ।
এক বছর আগেও জোরপূর্বক এই পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে আব্দুল হামিদ।
বিষয়টি জানাজানি হলে আবদুল হামিদের ছেলে তার বউকে নিয়ে অন্য জায়গায় চলে যায়।
প্রায় ৭ মাস পর আব্দুল হামিদ তার ছেলে এবং পুত্রবধুকে তার বাড়িতে ফিরিয়ে আনে।
গত ১০ এপ্রিল আবদুল হামিদ তার পুত্রবধুর গলায় ছুরি ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে পুত্রবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক আব্দুল হামিদ ছুটে পালায়।
পরে গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিলে তারা ১৫ দিনেও কোনো এর বিচার করেনি।
বিচার না পেয়ে গত শনিবার (২৫ এপ্রিল) তিনি থানায় এসে লিখিত অভিযোগ করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি জানায়, লিখিত অভিযোগ পেয়েছি,
এখন ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply