
শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ করে দেওয়ায় জাতীয় ছাত্রসমাজের অভিনন্দন
করোনা মহামারীর এই পরিস্থিতিতে দেশের প্রায় প্রতিটি মানুষ বেকার হয়ে পড়েছে,
তবে বাংলাদেশে সরকারি-বেসরকারি ভাবে নানা ধরনের সাহায্য সহযোগিতা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
এরই মাঝে রংপুর নগরীর মাস্টার পাড়ার ওহী ছাত্রাবাস ও ওহী ছাত্রী নিবাসের মালিক অ্যাডভোকেট এন বি শিল্পী কবির মেস ভাড়া মওকুফ করেছে।
মেস মালিকের এই মহৎ কর্ম কে স্বাগতম জানিয়েছে জাতীয় ছাত্রসমাজের নির্বাহী কমিটি।
কেন্দ্রীয় ছাত্র সমাজ কমিটির সাধারণ সম্পাদক আল মামুন বলেন, করোনা পরিস্থিতিতে ছাত্ররা মেসে, অনেক ছাত্র-ছাত্রী আছে যারা টিউশনি করে মাসের ভাড়া দেয়।
এই সংকটময় সময়ে অভিভাবকরাও কষ্টে আছে।
এই অসহায় সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ববোধ থেকে মেসের ভাড়া মওকুফ করে দেওয়া দরকার।
তিনি আরো বলেন, জাতীয় ছাত্র সমাজ সম্মেলন করার পর বিভিন্ন জেলার ম্যাচের ভাড়া করে দেওয়া হয়েছে।
মেসের ভারা মওকুফ করে দেওয়ায় সেই আলোচিত ব্যক্তি বলেন, অভিনন্দন পাওয়ার জন্য নয়, নৈতিক দায়িত্ব এই কঠিন সময়ে সকল শিক্ষার্থীদের জন্য কিছু করা দরকার।
তিনি আরো বলেন, আমি সকল ম্যাচ মালিকদের প্রতি আহ্বান জানাই,
তারা যেন তাদের এই মাসের ভাড়া মওকুফ করে দেয়,
এই কঠিন সময়ে মেস মালিকের শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।
Leave a Reply