
শাহজাদপুরে ঈদুল ফিতরের নামাজ পড়াকালীন সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে ঈদুল ফিতর নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে,
রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছিল ঈদগাহ মাঠে ঈদের নামাজ জামাতের সাথে আদায় না করে,
প্রতিটা মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য।
অনেক মসজিদে ঈদুল ফিতরের নামাজ কয়েকদফা জামাতের সাথে আদায় করা হয়।
এর পাশাপাশি বাংলাদেশের অনেক জায়গায় ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ মাঠে গিয়ে জামাতে আদায় করা হয়েছে।
এমনটাই হয়েছে সিরাজগঞ্জ শাহজাদপুরের এক ঈদগাহ মাঠে।
সূত্রে জানা যায়, সেখানে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করার সময় জামাতের ইমাম সাহেব নামাজ রত অবস্থায় মৃত্যুবরণ করেন,
ওই ইমাম টির নাম ছিল আইয়ুব আলী।
পরে এই ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে আলোচনার তোলপাড় উঠে যায়।
এর কিছু ছবি ফেসবুকে দেওয়া হয়েছে,
পরবর্তীতে খবরটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আল্লাহ ওই ইমামকে জান্নাত নসিব করুক,
আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে নামাজ রত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে।
আমিন!