নেট দুনিয়ায় রাজ-শুভশ্রী জুটির জনপ্রিয়তা’ প্রচুর। ইতিমধ্যেই ছুটি কাটানোর মুহূর্তের বেশ কয়েকটি ছবি ‘শেয়ার করে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। যা ভাইরাল হ’য়েছে নেটবাসীদের মধ্যে। তারকাদের জন্য এখন ছুটি কাটানোর’ অন্যতম ডেস্টিনেশন হল মালদ্বীপ।’
ছোট্ট ইউভানের ছবি এখনো প্রকাশ্যে না আসা’য় অনেকেই প্রশ্ন করেছেন ইউভান কোথায়? তবে আজ, বৃহস্প’তিবার সকালেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ছেলের একটি বুমেরাং শেয়ার করে গুড মর্নিং ‘লিখেছেন। এছাড়াও স্টোরিতে আরও দুটি ছেলের বুমেরাং’ শেয়ার করেছেন অভিনেত্রী। মায়ের সাথে সমুদ্র সৈকতে দেখা গি’য়েছে ইউভানকে।
সম্প্রতি পরিচালক অভিনেত্রী জুটির সোশ্যাল মিডি’য়ায় শেয়ার করা ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে তারা বেশ ফুরফুরে’ মেজাজেই ছুটি কাটাচ্ছেন ছেলেকে নিয়ে। কয়েকদিন আগেই’ তারা ঘুরতে গিয়েছিল সপরিবারে। এই ছবি ও শেয়ার” করেছিলেন’ রাজ চক্রবর্তী। চলতি মাসেই এক বছর পূর্ণ “করল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। বর্তমানে সোশ্যাল মি’ডিয়ায় রাজ-শুভশ্রী জুটি এবং তাদের ছেলে ইউভানের জনপ্রিয়তা’ নেটিজেনদের মধ্যে তুঙ্গে। যেকোনো মুহূর্তের ছবি তারা’ শেয়ার করে না নিজেদের অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি তাদের’ মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্তের ছবি নেটমাধ্যমে তুমুল ভাইরা’ল হয়েছে।’
Leave a Reply