
লাদাখে চীনের ১০ হাজার সেনা মোতায়ন, গালওয়ান উপত্যকা নিজের বলে দাবি করেছেন চীন
বেশ কিছুদিন ধরেই ভারত এবং চীনের মধ্যে চলছে তীব্র প্রতিক্রিয়া,
এর মাঝে কিছুদিন আগে ভারত সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি কিছু সংঘর্ষ হয়েছে।
এরপর থেকেই ভারত এবং চীনের সেনাবাহিনীরা তাদের নিজের দেশের বর্ডার এলাকায় মুখোমুখি অবস্থান করছে।
তাদের নিজের অঞ্চলগুলোতে নিজ দেশের সেনাবাহিনী দের কে আনা হয়েছে।
লাদাখের কিছু অংশে চীন সেনাবাহিনীরা একশরও বেশি তাবু করেছে, এবং সেখানে তারা ১০ হাজারের মতো সেনাবাহিনী অবস্থান করছে।
এর মধ্যেই গালওয়ান উপত্যকাকে নিজের বলে দাবি করেছেন চীন সেনাবাহিনী।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় দুই থেকে আড়াই হাজারের মতো সেনা মোতায়েন করেছে চীন।
ইতিমধ্যে তারা ওই উপত্যকাকে তাকে নিজের বলে দাবী করেছে বলে জানা যায়।
গালওয়ানে চীন সেনাবাহিনীরা তাঁবুর পাশাপাশি বেশকিছু ব্যাংকার স্থাপন করেছে বলেও বলা হয়।
চীনের পাশাপাশি ওই অঞ্চলগুলোতে ভারত সেনাদের কেউ মোতায়েন কর হয়েছে বলে জানা যায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভারতকে পতাকা বৈঠকে আমন্ত্রণ করে পরবর্তীতে তা প্রত্যাখ্যান করা হয়েছে।
অন্যদিকে চীনের একটি প্রতিরক্ষা ওয়েবসাইট দাবি করেছে,
যে পুরো গালওয়ান নদী উপত্যকাটি চীনের একটি অংশ।
Leave a Reply