
লবণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে! : ওবায়দুল কাদের
দেশে পেঁয়াজের মূল্য ক্রয় সীমার মধ্যে আসতে না আসতেই পেঁয়াজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকার পরেও একটি মহল গুজব ছড়িয়ে সুবিধা নিতে চাচ্ছে, তিনি এই গুজবটি সরকার বিরোধী মহল ছড়াচ্ছে বলে দাবী করেন।
উনি বলেন, লবণ গুজব ছড়িয়ে দেশে মারামারি ও রাহাজানি সৃষ্টি করতে চাচ্ছে একটি মহল। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে এইসব গুজব ছড়াচ্ছে।
এ ব্যাপার তিনি সাধারণ জনগণ ও প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন।
তিনি আরো বলেন, যারা এ জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকবে তাদের যথপোযুক্ত শাস্তি দেয়া হবে।
এ দিকে দেশের বিভিন্ন স্থানে লবণের দাম বৃদ্ধি করে বিক্রি করতে দেখা গেছে, কোথাও কোথাও ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে লবণ।
এ ব্যাপারে মাঠে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।
অনেক জায়গায় বেশি দামে লবণ বিক্রি করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ দিকে চট্রগ্রাম জেলার মীরসরাই উপজেলার বিভিন্ন বাজারে লবণ বিক্রয় হয়েছে সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত।
লবণ নিয়ে মারামারি হয়েছে করেরহাট বাজারে, যদিও কেউ গুরুতর আহত হয়নি।
পরে মীরসরাই উপজেলার করেরহাট বাজারের কেন্দ্রীয় মসজিদের মাইকে লবণ গুজবে কাউকে কান না দেয়ার অনুরোধ করেন বাজার পরিচালনা কমিটি।
Leave a Reply