
রিমান্ডে যে সকল শীর্ষস্থানীয় নেত্রীর নাম বললেন ‘পাপিয়া’
নরসিংদীর বহিষ্কৃত মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া।
তার অপকর্মের পেছনে শীর্ষ তিন নেত্রীর সহযোগিতা ছিল।
যাদের ক্ষমতার বলে, পাপিয়া অন্ধকার জগতে বেপরোয়া হয়ে ওঠে।
পাপিয়ার এসব অন্ধকার জগতের পিছনে অনেক এমপি-মন্ত্রীর সহযোগিতা ছিল ।
পাপিয়া অবৈধভাবে অর্থ উপার্জন, মদের ব্যবসা, এবং মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা করত।
পাপিয়া চাকরির লোভ দেখিয়ে গ্রাম থেকে নিরীহ মেয়েদেরকে এনে,
তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করতো ।
তাদের এই অপকর্মের পিছনে যে সকল নেত্রীর হাতে রয়েছে,
পাপিয়াকে রিমান্ডে নেওয়ার পর এসব তথ্য দিয়েছে পাপিয়া ।
শীর্ষ পর্যায়ের যেসব নেত্রী ছিল,
১) যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার,
২) যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল,
৩) এবং ঢাকা মহানগর উত্তরের মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন ।
এছাড়াও পাপিয়ার অনেক এমপি-মন্ত্রীর সাথে অবৈধ ব্যবসার সম্পর্ক ছিল ।
অনেক এমপি মন্ত্রী ও তার এই অবৈধ ব্যবসার কথা জানত।
Leave a Reply