
যে ৫ টি কারণে ‘করোনা ভাইরাসের’ মহামারী থেকে বেঁচে যেতে পারে বাংলাদেশ
সারা পৃথিবীতে চলছে করোনা ভাইরাসের থাবা,
এই করোনাভাইরাস নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করে দেখছেন।
এই করোনা ভাইরাসে মৃত্যুর হার ৩ % ।
১০০ জনের মধ্যে ৯৭ জন করোনা ভাইরাস থেকে ভালো হয়ে যাচ্ছে।
তাই এই করোনাভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।
গবেষকরা বিশ্লেষণ করে দেখছেন,
যে কারণগুলোর কারণে বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারী থেকে বেঁচে যেতে পারে।
√ উষ্ণ আবহাওয়া :- অনেক গবেষক একমত হয়েছেন, যে এই করোনা ভাইরাস উষ্ণ আবহাওয়া বেশি টিকে থাকতে পারে না।
তাই উষ্ণ আবহাওয়াতে বাংলাদেশ সুফল পেতে পারে।
√ বিসিজি টিকা :- বাংলাদেশে প্রায় সবাইকে এ বিসিজি টিকা দেওয়া হয়েছে।
বিসিজি টিকা যক্ষার জন্য দেওয়া হয়,
গবেষণা করে দেখা গেছে এই বিসিজি টিকা করোনাভাইরাস রোধেও কাজ করে।
√ রোগ প্রতিরোধ ক্ষমতা :- বাংলাদেশের এই অঞ্চলের মানুষ গুলোর তুলনামূলক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি।
তাছাড়াও, বাংলাদেশের দূষিত পরিবেশ,
করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সুফল বয়ে আনতে পারে।
√ শুরুতেই পদক্ষেপ :- যখন সারা বিশ্বে করোনা ভাইরাসের আনাগোনা শুরু হয়,
তারপর থেকে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
√ ধূমপান, মদ্যপান :- ভারতের গবেষকরা বলেন, ইতালি এবং ইউরোপ এর করোনা ভাইরাসে মৃত্যুর কারণ হলো তারা অতিরিক্ত মদ্যপান করে।
যা আমাদের এশিয়া মহাদেশের খুব কম।
Leave a Reply