
যে লক্ষণে বুঝবেন আপনি ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত
করোনাভাইরাস সারা বিশ্বে এক মহামারী আকার ধারণ করেছে।
করুণা ভাইরাসে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে।
এবং এই কোন ভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ।
যাদের মাঝে এই করোনা ভাইরাস বাসা বাঁধে,
তাদের মাঝে লক্ষণগুলো প্রকাশ পায় ১৪ দিন পর থেকে।
করোনা ভাইরাসের লক্ষণ গুলো…
√ জ্বর :- করোনাভাইরাস এর প্রধান লক্ষণ হলো জ্বর হওয়া।
যাদের মাঝে ৭ দিনের বেশি জ্বর থাকে তাদেরকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
√ গলা ব্যথা :- করোনাভাইরাস প্রথমদিকে গলায় আটকে থাকে,
যখন কেউ করোনা আক্রান্ত হয় বলে আটকে থাকার কারণে তার গলা ব্যথা শুরু হয়।
√ শ্বাসকষ্ট :- করোনার আরেকটি লক্ষণ শ্বাসকষ্ট, যাদের বেসন শ্বাসকষ্ট হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
√ বুকব্যথা :- বুকব্যথা করোনাভাইরাস একটি লক্ষণ,
যাদের বুক ব্যথা দেখা দেবে তাদেরকে অবশ্যই চিকিৎসকের কাছে যে পরামর্শ নিতে হবে।
√ চোখ জ্বালাপোড়া করা :- করোনা ভাইরাস আক্রান্ত হলে চোখ জ্বালাপোড়া করবে,
এবং ঘুম কম হবে।
এসমস্ত লক্ষণ যদি কারো মাঝে দেখা যায়,
তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।
Leave a Reply