
যে লক্ষণে বুঝবেন আপনি ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত
বিশ্বজুড়ে চলেছে করোনার তোলপাড়,
প্রতিদিন এই করোনার কারণে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে।
এই করোনার এখন একটাই ঔষধ নিজেকে সচেতন এবং সাবধান রাখা।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ..
√ প্রথমদিকে হালকা কাশি গলা ব্যথা এবং হালকা জ্বর থাকবে শরীরে।
√ তার তিন চার দিন পর, গলার ব্যথা একটু বৃদ্ধি পাওয়া, কোন কিছু খেতে কষ্ট হওয়া, নিজেকে ভারসাম্যহীন মনে করা।
√ তার ৩-৪ দিন পর থেকে, আগের থেকে গলা ব্যথা অনেক বেশি ব্যথা করা, এবং শরীরে ৯৮.১ থেকে ৯৮.৪ এর কাছাকাছি শরীরের তাপমাত্রা হওয়া।
√ তার ২-১ দিন পর, শরীরের গুরুত্বপূর্ণ জয়েন্টে ব্যথা অনুভব করা, মাথা ঘোরা,
এবং বমি বমি ভাব হওয়া।
মাঝে মাঝে শ্বাসকষ্ট হওয়া।
√ তার ২-১ দিন পর, শরীরের জ্বর ১০০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে চলে যাওয়া,
প্রতিবার শ্বাস-প্রশ্বাস নিতে বুকের উপর ভর অনুভব করা,
এবং বিরতিহীন কাশি হওয়া।
√ এবং শেষের দিকে, শরীরে যেসব উপসর্গ দেখা দেবে এগুলো তীব্র আকার ধারণ করা।
যদি এসব লক্ষণ কারো মাঝে দেখা যায়,
তাহলে দ্রুত হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Leave a Reply