June 10, 2020 || 3:51 am

যে রক্তের গ্রুপে ‘করোনা ভাইরাস’ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, জানালেন করোনা বিজ্ঞানীরা

রক্তের গ্রুপের সাথে করোনা ভাইরাস সংক্রমনের গভীর সম্পর্ক পেয়েছে বিজ্ঞানীরা।

এমনটাই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনেটিক টেস্টিং জায়ান্ট প্রতিষ্ঠান ২৩অ্যান্ডমি।

ওই বিজ্ঞানীরা করোনাভাইরাস মানুষের রক্তের সাথে জেনেটিক ফ্যাক্টর সাথে জড়িত আছে কিনা এই বিষয় নিয়ে গবেষণা করেছিলেন।

বিজ্ঞানীগণ কয়েক লাখ করোনাভাইরাস আক্রান্ত রোগীর রক্ত এবং অন্যান্য ডাটাবেস সংগ্রহ করে তার ওপর গবেষণা চালান।

বিজ্ঞানীগণ তাদের গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে, জিন এবং রক্তের গ্রুপের সঙ্গে ভাইরাসের সম্পর্ক রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনা ভাইরাস কোন ব্যক্তির মাঝে সংক্রমণ হবে এমনটা নির্ভর করবে ওই ব্যক্তির রক্তের গ্রুপের উপর।

৭ লাখেরো বেশি করোনা রোগীর রক্ত নিয়ে বিজ্ঞানীগণ পরীক্ষা করে দেখেন, তাদের দেহে ‘ও’ গ্রুপের রক্ত রয়েছে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্ভাবনা কম,
এবং যাদের দেহে ‘এ’ গ্রুপের রক্ত আছে তাদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

তুলনামূলক ভাবে ‘ও’ গ্রুপ রক্তের ব্যক্তিগণ কলনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম মনে করেন বিজ্ঞানীরা।

২৩ অ্যান্ডমি’র গবেষকরা দাবি করেছেন, স্পেন ও ইতালির ১৬০০ জন কোভিড পজিটিভ রোগী যারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিল,
তাদের রক্তের গ্রুপ ছিল ‘এ’।

এমনকি দেখা গেছে যে, এই রক্তের গ্রুপের রোগীদের ৫০ শতাংশকেই ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল।

তাই বলা যেতে পারে ‘এ’ রক্তের গ্রুপ ব্যক্তিদের করো না আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি,
এবং ‘ও’ রক্তের গ্রুপ ব্যক্তিদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তুলনামূলক ঝুঁকি কম।

Related Posts
x