March 18, 2020 || 7:23 am

যে রক্তের গ্রুপে ‘করোনাভাইরাস’ আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকি বেশি

করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।
প্রতিনিয়ত ও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ,
এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করছে।

এই ভাইরাসের প্রতিষেধক এখনও বিজ্ঞানীরা ভালোভাবে আবিষ্কার করতে পারেনি।

এই ভাইরাসের এখন একটাই চিকিৎসা সেটা হলো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

এবং করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে থেকে নিজেকে রক্ষা করা।

বাহিরে অযথা ঘোরাফেরা না করা।

মাস্ক ব্যবহার করা এবং খাবার আগে হাত ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করা।

(যে রক্তের গ্রুপের ঝুঁকি বেশি)
চীনের গবেষকদের গবেষণার একটি ভিডিওতে ‘সাউথ চায়না মর্নিং’ পোস্টের খবরে এমনটাই দাবি করে বলেছেন..

করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সব থেকে ঝুঁকিপূর্ণ রক্ত A+ (এ পজেটিভ) এবং A- (এ নেগেটিভ) রক্ত।

যাদের শরীরে ‘এ পজেটিভ এবং এ নেগেটিভ’ রক্ত আছে তাদেরকে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

(যে রক্তের গ্রুপের ঝুঁকি তুলনামূলক কম)
চীনের গবেষকরা বলেছেন যাদের শরীরে O+ (ও পজেটিভ) রক্ত আছে,

তাদের কে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার তুলনামূলক ঝুঁকি কম।

তবে ও পজেটিভ রক্ত ওয়ালাদেরকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলেছেন গবেষকরা।

Related Posts
x