যে কারণে ছেলেদেরকে দেখলে, মেয়েরা বুকের ওড়না ঠিক করে

ইসলামিক বিধানে মেয়েদেরকে পর্দা করা ফরজ করা হয়েছে।
সুতরাং মেয়েদেরকে পর্দা করা আবশ্যকীয়।

যে সকল মেয়েরা পর্দা করে না তারা ইসলামকে অমান্য করে চলে।

আমরা সবাই জানি মেয়েরা ছেলেদেরকে দেখলে তাদের বুকের ওড়না ঠিক করে।

এই বিষয়টি নিয়ে অনেক মানুষ অনেক কথাই বলে।

কিন্তু কেউ জানেনা কী কারণে ছেলেদেরকে দেখলে মেয়েরা তাদের বুকের ওড়না ঠিক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাঠক জানাই, এইটা সত্যি এবং প্রায় সব মেয়েদের মাঝে এই আচরণ দেখা যায়।

সে বলে, উনার ঠিক করার বিভিন্ন কারণে হতে পারে।

তার মধ্যে দুইটি কারণ হলো..

√ মাথার ওড়না ঠিক করা :- অনেক মেয়েদেরকে দেখা যায় ছেলেদের কে দেখলে তার মাথার ওড়না ঠিক করে।

আসলে মেয়ের বুকের ওড়না ঠিকঠাক থাকলে,
যদি মাথার ওড়না ঠিক না থাকে সেই কারণে মেয়েটি তার মাথার ওড়না ঠিক করে।
এটা হতে পারে তার বাবা মার শিক্ষা দেওয়া একটি কালচার।
তার বাবা-মা শিক্ষা দেওয়া আদর্শ একটি শিক্ষা।

√ বুকের ওড়না ঠিক করা :- নারীদের দেহের প্রতিটি অঙ্গ আকর্ষণীয়,
তার মাঝেও ছেলেদের সব থেকে আকর্ষণীয় মেয়েদের বুকের স্তন।

ছেলেদের নজর সর্বপ্রথম মেয়েদের স্তনের দিকে হয়।
এইজন্য মেয়েরা ছেলেদের কুদৃষ্টি থেকে নিজের শরীরকে হেফাজত করার জন্য বুকের ওড়না ঠিক করে।

আর ছোটবেলা থেকেই পরিবার থেকে শিক্ষা নেওয়া একটি আদর্শ শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *