
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের আরো এক কমান্ডার নিহত,
ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে,
ইরানের বাগদাদ শহরের অনেক জায়গায় হামলা করেছে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের এক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ইসরাইলী সংবাদমাধ্যম ‘দ্যা জেরুজালেম’ তাদের অফিসিয়াল পেজে এই খবর প্রচার করা।
গত শুক্রবার ইরানের অবস্থান লক্ষ্য করে,
মার্কিন বাহিনী ইরানের ওপর হামলা চালায়,
ওই হামলায় ইরানের ওই কমান্ডার নিহত হয়েছে বলে জানা যায়।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নাম ছিল ‘সিয়ামান্দ মাশাদানি’ বিভিন্ন সূত্রে জানা যায়।
গত বুধবার ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে, তিনজনকে নিহত করে ইরান।
এর মধ্যে ছিল ২ জন যুক্তরাষ্ট্রের এবং ১ জন বৃটেনের।
যুক্তরাষ্ট্র এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের পাঁচটি স্থানে হামলা করে এই প্রতিশোধ নেয়।
Leave a Reply