August 21, 2020 || 9:56 am

যারা আল্লাহর উপর ভরসা করেছেন, তারাই ‘করোনা ভাইরাসে’ আক্রান্ত হয়েছে; দিলীপ ঘোষ

প্রা’ণঘাতী করোনা ভা’ইরাস নিয়ে মুসলমানদের কটাক্ষ করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘যারা আল্লার ভরসায় রয়েছেন, তারাই করোনায় আক্রান্ত হচ্ছেন’

বিজেপি সাংসদের এই মন্তব্যে স’মালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।এদিকে লকডাউনের নিয়ম অমান্য করে দি,ল্লির নিজামুদ্দিন মসজিদে গাদাগাদি হয়ে ছিলেন দেশি-বিদেশি মিলিয়ে হাজার দু’য়েক লোক।

সেখান থেকেই সারা দেশে হু হু করে করোনা আ’ক্রান্তের সংখ্যা বাড়ছে। ওই সমাবেশ থেকে পশ্চিমবঙ্গেও করোনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই নাম না করেমুসলমানদের আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

গত বুধবার দু,স্থদের হাতে ত্রা,ণ সাম,গ্রী তুলে দিতে হাওড়া গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন সায়ন্তন বসুও। সেখানেই সাংবাদিকদের নাম না করেই রাজ্য করোনা আ’ক্রান্ত ক্রমশ বেড়ে চলায় করোনার পিছনে মুসলিমদেরই দায়ী করেন বিজেপির রাজ্য সভাপতি।

তিনি বলেন, ‘বিদেশ থেকে বহু মানুষ এখানে আসছেন। টুরিস্ট ভিসা নিয়ে আসেন। যেহেতু বিশেষ স,ম্প্রদায়ভু,ক্ত তাই তাদের কিছু বলা যাবে না। আর তার পরিণামই আমরা এখন ভোগ করছি।

’মন্দির করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেও মসজিদ সে অ,র্থে এগিয়ে পশ্চিমব,ঙ্গ থেকে ৭১ জন নিজামুদ্দিন মসজিদের সমাবেশে অংশ নিয়েছিলেন বলে সাংবা স,ম্মেলনে জানিয়েছেন রাজ্য মুখ্যম,ন্ত্রী মমতা ব্যানার্জি।

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ৭১ জনের মধ্যে ৫৪ জনকে এরই মধ্যে কোয়ারা,ন্টিনে পাঠানো হয়েছে। মুখ্যম,ন্ত্রী জানান, ৫৪ জনের মধ্যে ৪০ জনই বিদেশি।

দি,ল্লির মারকাজ নিজামু,দ্দিন মসজিদে একটি ধ,র্মীয় জমায়েত উপল,ক্ষে জড়ো হওয়া মানুষজনের মধ্যে অ,ন্তত সাত জনের মৃ,ত্যু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আ,ক্রান্তেরসং,খ্যা বাড়ছে।

এই সম্মেলনের জেরেই দেশে করোনাভাইরাস সংক্রম,ণ ভ,য়াবহ আকার নিতে পারে বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ম,ন্ত্রণালয়।

Related Posts
x