
মোদীবিরোধী বিবিসির তথ্যচিত্র বন্ধে টুইটার-ইউটিউবকে নির্দেশ

নয়াদিল্লি, ২১ জানুয়ারি – গুজরাট দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ নিয়ে ভারতের রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। যদিও তথ্যচিত্রটিকে প্রোপাগান্ডা বলে আখ্যায়িত করেছে বিজেপি। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও টুইটারকে এ সম্পর্কিত ভিডিও ও লিংক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। খবর এনডিটিভির।
‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামের ওই তথ্যচিত্রের অনেক লিংক এরই মধ্যে টুইটার ও ইউটিউব থেকে উধাও হয়ে গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যম দুইটিকে বিবিসির তথ্যচিত্রের প্রথম পর্বটি বন্ধ করতে বলেছে।
এর একদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, গুজরাট ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার সঙ্গে তিনি একমত নন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে তথ্যচিত্র সম্পর্কিত ৫০টি টুইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় সূত্র।
এদিকে যারা ওই তথ্যচিত্র নিয়ে টুইট করেছিলেন, তাদের একজন হলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ওব্রায়ান। তিনি লেখেন, এক ঘণ্টার এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী মোদীর সংখ্যালঘুদের নিয়ে মনোভাব বের হয়ে গেছে। পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই তার টুইটটি ডিলিট করা হয়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জানুয়ারি ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মোদীবিরোধী বিবিসির তথ্যচিত্র বন্ধে টুইটার-ইউটিউবকে নির্দেশ first appeared on DesheBideshe.
Leave a Reply