শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কচুবুনিয়া’ বাজা’রে এ ঘটনা ঘটে।’
আহতদের মধ্যে মনির শিকদার ও রাসেল শিকদারকে উ’ন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে’ উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বা’চিত মেম্বর এমরান বিশ্বাস ও পরাজিত প্রার্থী আউয়াল জমাদ্দা’রের সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়’ পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়প’ক্ষের ১৪ জন আহত হন।’
এ ঘটনায় আউয়াল জোমাদ্দার ও এমরান বিশ্বাস ‘একে অপরকে দোষারোপ করেন। তারা বলেন, নির্বাচনে ভোট দেও”‘য়া না দেওয়া নিয়ে বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।'”
Leave a Reply