June 27, 2020 || 1:34 am

মুরগির মাধ্যমে ছড়াচ্ছে নতুন ‘ভাইরাস’, এই ভাইরাসে মৃত্যু ১ জন এবং আক্রান্ত ৪৬৫ জন

বর্তমানের আতঙ্কের আরেক নাম করোনাভাইরাস।

এই করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই পৃথিবীতে দেখা দিয়েছে আর এক আতঙ্ক।
এই আতঙ্কের নাম দেওয়া হয়েছে ‘সালমোনেলা’।

জানা গেছে, এই রোগটি মুরগির মাধ্যমে মানুষের মাঝে সংক্রমণ ঘটায়,
ইতিমধ্যে মুরগির মাধ্যমে এই রোগটি মানুষের মাঝে ছড়িয়ে গেছে, এবং এই রোগে আক্রান্ত হয়।

সূত্রে জানা যায়, মুরগির মাধ্যমে এই রোগ ছরিয়ে একজন ব্যক্তি মারা গেছে,
এবং আরো জানা যায় এ রোগে আক্রান্ত হয়ে আরো ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ মে থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ৩৬৮ জন,

চলতি বছরে‌ মুরগির মাধ্যমে ‘সালমোনেলা’ রোগটি ৪৬৫ জনের মাঝে রোগটি ছড়িয়ে পড়েছে।

এই খবরটি পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ৪২ টি প্রদেশ থেকে,
এর আগে ২০১৯ সালের এই রোগ ছড়ানোর খবর পাওয়া গিয়েছিল বলে জানা যায়,
এখন আবার এই রোগটি মাথাচাড়া দিয়ে উঠেছে।

আবার নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই রোগের সংক্রমণ ভবিষ্যতে আরও বাড়তে পারে,

তাই এই রোগটি প্রতিরোধের জন্য ভালোভাবে পদক্ষেপ নিতে হবে।
এবং সবসময় নিজেকে সাবধান এবং সচেতন থাকতে হবে।

Related Posts
x