মিজানুর রহমান আজহারী কে যাবজ্জীবন কারাদণ্ড চান; নজিবুল বশর

দুই এমপির পর এবার মিজানুর রহমান আজহারী কে নিয়ে কঠোর সমালোচনা করলেন,
এবং তাকে জীবনযাপন কারাদণ্ড দেওয়ার দাবি করলেন..
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর।

তিনি সংসদে দাঁড়িয়ে এই দাবি করেন ।

তিনি বলেন…
মিজানুর রহমান আজহারী রাসূল কে নিয়ে কটুক্তি করেছেন,
সে রাসূল কে নিরক্ষর বলেছেন,
তিনি পবিত্র মাজারগুলোতে লাথি মারতে বলেছেন,
তিনি স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে ফুল দেওয়া শেরক বলেছে বলেছেন ।

তিনি আরো বলেন …
কেউ যদি অবমাননা করে তাকে ৭ বছর বা আজীবন কারাদণ্ড দেওয়ার বিধান করতে বলেন ।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *