
মানুষ হত্যার অপরাধে শ্রীলংকার ব্যাটসম্যান ‘কুশল মেন্ডিস’ গ্রেফতার
শ্রীলংকার ক্রিকেট তারকা কুশল মেন্ডিস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় একজন সাইকেল আরোহীর উপর গাড়ি উঠিয়ে দেয়,
পড়ে সেই সাইকেল আরোহী ওই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়।




এই ঘটনার দায়ে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা কুশল মেন্ডিস কে গ্রেপ্তার করেছে পুলিশ।




শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ৬৪ বছরের বয়সী স্থানীয় এক ব্যক্তি।




সেই সময়ই আরোহীর উপর গাড়ি তুলে দেন কুশল মেন্ডিস। হাসপাতালে নেয়ার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়।
দুর্ঘটনায় যে ব্যক্তি টি মৃত্যুবরণ করেছে তিনি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেন পুলিশ।




এই ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণ পরেই কুশল মেন্ডিস কে গ্রেফতার করেছে পুলিশ।
কুশল মেন্ডিস কে আজ ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।




করোনার কারণে শ্রীলংকার ক্রিকেট খেলোয়াড়দের দীর্ঘদিন অনুশীলন বন্ধ থাকায় তারা আবার অনুশীলন চালু করেছে।




কুশল মেন্ডিস তিনি তার দলের সাথে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে।
এর মধ্যে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।




Leave a Reply