মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের প্রেসক্রিপশন ‘মাশরাফির’ চিকিৎসা

করোনা ভাইরাস আক্রান্ত মাশরাফি বিন মর্তুজা তার বাসা থেকে করোনার চিকিৎসা গ্রহণ করেছেন।

মাশরাফি বিন মুর্তজার নিয়মিত খোঁজখবর নিয়েছেন বিসিবির মেডিকেল টিম।
এছাড়াও মাশরাফি বিন মর্তুজার চিকিৎসা চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে।

মাশরাফি বিন মুর্তজা করণা আক্রান্তের বিষয়টি নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

মাশরাফি বিন মুর্তজা করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বিসিবি তার ওপর নিয়মিত খোঁজখবর রাখতেন,
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তিনি নিজেও মাশরাফি বিন মোর্তজার খোঁজখবর রাখতেন।

বিসিবির নির্বাহী প্রধান নিজাম উদ্দিন জানিয়েছেন,
মাশরাফির ব্যবস্থাপত্র করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।
মাশরাফির বিষয়টা নিয়ে বিসিবির সভাপতি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন।

এবং মাশরাফি বিন মুর্তজার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে প্রেসক্রিপশন আনা হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কে এসএমএস দিয়ে বলেছেন, মাশরাফির যদি কোন সমস্যা হয় তাহলে সে যেন দ্রুত দেবাশীষ চৌধুরী কে জানান।

দেশবাসীর চিন্তা এখন মাশরাফির অ্যাজমা নিয়ে,
তবে মাশরাফি অ্যাজমা রোগের আক্রান্ত ছিলেন।
যাদের শরীরে অ্যাজমা রোগ আছে তাদের জন্য এ করোনাভাইরাস বেশি ঝুঁকিপূর্ণ।

যেহেতু তার ফুসফুস আগে থেকেই দুর্বল হয়ে আছে,
এজন্য তার চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।
মাশরাফি বিন মুর্তজার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি,
তাই সবার আশাবাদী যে তিনি সুস্থ হয়ে যাবেন।

Articles You May Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *