
মসজিদ গুলো খুলে দিন, করোনা ভাইরাস পালাবে; ভারতের সংসদে এমপি
ভারতে লাফিয়ে লাফি’য়ে বাড়ছে করোনাভাইরাস। লকডাউন, স্বাস্থ্যবিধি কিংবা কোনো প্রকার বিধি’নিষেধ কাজে আসছে না।




এমন দিশাহারা অবস্থা’য় দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য শফিকুর রহমান বলেছেন- অনেক তো হলো, এবার মুসলমান’দের জন্য মসজিদ খুলে দিন। তারা নামাজ পড়লে এমনিতেই করোনা পালাবে।




সংসদে দাঁড়িয়ে এমপি শফিকু’র রহমান আরো বলেন, সামনে ঈদ আসছে। মুসলমান’দের এই বৃহত্তম উৎসব উপলক্ষে সীমি’ত আকারে হলেও সবকিছু খুলে দিন।




মুসলমানরা নামাজ পড়ে আল্লা’হর কাছে প্রার্থ’না করলে হয়তো আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি।




ওদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদি’ত্যনাথ নতুন করে আরো কড়াকড়ি লকডাউন আরোপ করেছেন। সামনে ঈদ, তাই আইনশৃঙ্খ’লা বাহিনীকে আরো সতর্ক থাকতে নির্দেশ’না দেওয়া হয়েছে।




কেবল প্রয়োজনী’য় কাজে’র জন্যই কেউ ঘর থেকে বের হওয়ার অনুমতি পাবে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।




করোনার সংক্রমণে’র ক্ষেত্রে ভারত এখন তৃতীয়। তালিকা’য় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে’র পরেই অবস্থান করা দেশটিতে আক্রান্ত হয়েছে’ন ১১ লাখ ৫৬ হাজার ২০০ জন।




মৃত্যুবরণ করেছে’ন ২৮ হাজার ১০০ জন রোগী। সুস্থ হয়ে উঠেছে’ন ৭ লাখ ২৪ হাজার ৭০২ জন। প্রায় ৯ হাজার কোভিড রোগী আছে, যারা হাসপা’তালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।




Leave a Reply