
মসজিদকে করোনার কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনের শহরে একটি মসজিদে করোনার কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে রূপান্তর করা হয়েছে।
করোনা রোগীর জন্য এই মসজিদটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে পুরোপুরি প্রস্তুত।
ভারতীয় গণমাধ্যমগুলোতে এই তথ্য বেরিয়ে এসেছে, পুনের আজম ক্যাম্পাসের ক্যাম্পে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদের নিচের ফ্লোরে এই কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে।
৯০০০ বর্গমিটারের এই মসজিদের ফ্লোরে ৮০ টি শয্যাবিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে।
এই বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন এন্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন,
কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা এই মসজিদের নিচের ফ্লোরে করোনার কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছি।
আরো জায়গার প্রয়োজন হলে সে ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন ইনামদার ।
Leave a Reply