
ভ্যাকসিন ছাড়াই পুরোপুরি ভালো হবে করোনা ভাইরাসের রোগী; চীন
করোনাভাইরাস চিকিৎসায় নতুন আবিষ্কার করেছে,
চীন দাবি করেছেন ভ্যাকসিন ছাড়াই ওষুধ সেবন করে করোনা ভাইরাসের রুগী পুরাপুরি সুস্থ হয়ে যাবে।
আবিষ্কৃত ওই ঔষধই করোনার মহামারী থেকে মানুষকে বাঁচিয়ে দেবে।
চীনের বিজ্ঞানীরা বলেছেন, এই ঔষধ প্রাণীর ওপর প্রয়োগ করে সফলভাবে প্রমাণিত হয়েছে।
তারা আরো বলেন, এই ওষুধ দিয়ে করোনার রোগীকে পুরাপুরি সুস্থ করা যাবে, এবং পরবর্তীতে ওই রোগীকে করোনাভাইরাস আর আক্রান্ত করতে পারবেনা।
তাদের মধ্যে এই করোনা প্রতিরোধক সুরক্ষা আপনা আপনি তৈরি হয়ে যাবে।
তারা আরো বলেন, করোনা প্রতিরোধক আবিষ্কৃত ওষুধটিতে ব্যবহার করা হয়েছে ভাইরাস নিষ্ক্রিয় এন্টিবডি।
যা সেবন করা মাত্রই মানুষের শরীরে করোনা ভাইরাস বিস্তার ঘটাতে পারবে না।
যাদের মাঝে করোনা ভাইরাসের উপস্থিতি আছে তারা এই ঔষধ সেবন করলে তাদের দেহের করোনা কে ধ্বংস করে দেবে, এবং শরীরের ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।
বিশ্ববিদ্যালয়ের বেইজিং অ্যাডভান্সড উদ্ভাবন সেন্টারের পরিচালক সান্নে ঝি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভাইরাসে আক্রান্ত ইঁদুরের ওপর ওষুধ প্রয়োগ করা হলে,
পাঁচ দিন পর ওই ইঁদুরটি অনেকটাই সুস্থ দেখা গেছে।
Leave a Reply