
ভোটে জিতেও মেয়রের দায়িত্ব পাচ্ছেনা ‘তাপস ও আতিক’
ঢাকার দুই সিটি নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী ।
নৌকা প্রতীক নিয়ে আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস নবনির্বাচিত ঢাকা দুই সিটির মেয়র ।
নতুন দুই মেয়র ভোটের জিতলেও কিন্তু এখন তারা মেয়রের দায়িত্ব পাচ্ছেন না ।
তাদেরকে সামনে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
তবে তার আগেই ঢাকা দুই সিটির নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ হয়ে যেতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যারা নবনির্বাচিত মেয়র তাদের নাম-ঠিকানা গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে ।
প্রয়োজনীয় কাজ হয়ে গেলে চলতি সপ্তাহের মধ্যে তাদেরকে অনুমোদন করা হবে ।
শপথের বিষয়টি তদারকি করবে স্থানীয় সরকার ।
Leave a Reply