
ভিপি নূর তার রাজনৈতিক দল গঠন করে, দলের নাম ঘোষণা করলেন
নতুন করে দল গঠন করে রাজনীতিতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিসি) নুরুল হক নুর ।




নুরুল হক নুর তার যে রাজনৈতিক দলটি গঠন করা হয়েছে, তার সম্ভাব্য হতে পারে ‘নাগরিক অধিকার পরিষদ’।




এছাড়াও ওই রাজনৈতিক দলটির আরও একটি নাম বিবেচনায় রয়েছে,
সেটি হল ‘গণতান্ত্রিক অধিকার পরিষদ’ ।




ভিপি নূর তার রাজনৈতিক দলটির নাম এই দুইটি নামের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে পারে।
দলের নামের পাশাপাশি দলটির একটি স্লোগান দেওয়া হয়েছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।




এদিকে ওই দলের গণতন্ত্র ও ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, এছাড়াও ইতিমধ্যে দলটির কাঠামো ঘোষণা করা হয়েছে।




নুরুল হক নুর বলেছেন, করোনার এই কঠিন পরিস্থিতিতে আমরা এখনই দলের নাম ঘোষণা করবোনা,
তবে করোনার এই কঠিন পরিস্থিতিতেও দলের অগোছালো কাজগুলো গুছিয়ে আনা হচ্ছে।




এদিকে নুরুল হক নুর জোরালোভাবে বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই,
যদি এক সপ্তাহর মধ্যে হয়ে থাকে তারপরেও আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব,
তবে কারো সাথে জোট করে আমরা নির্বাচন করতে চাইনা।




নিজেদের যতোটুকু শক্তি আছে তাই নিয়ে জনগণের কাছে যেতে চাই আমরা ।
ভিপি নুর আরো বলেছেন, তাদের দলটিতে ছাত্রদের জন্য একটা শাখা থাকবে, যুবকদের জন্য একটা শাখা থাকবে,
এবং বাংলাদেশ প্রবাসীদের জন্য একটি শাখা থাকবে বলে জানিয়েছেন তিনি।




Leave a Reply