September 30, 2021 || 2:44 pm

ভিডিও নয়, ছবি নিয়ে এবারও ভাইরাল প্রভা…!

ভিডিও নয়, ছবি নিয়ে এবারও ভাইরাল প্রভা…!

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সা’দিয়া জাহান প্রভা। মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্য’মে রাতারাতি তারকা বনে যান তিনি। সেটি ২০০৫ সালের কথা।% এছাড়াও বেশকিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সম%য়ে আলোচনায় আসেন তিনি।

অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার’ দিয়েছেন প্রভা। মাঝে বেশ কয়েকবার তার সিনেমায় অভিনয় কথা’ শোনা যায়। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বড় পর্দায় এখ’নো ধরা দেননি এই অভিনেত্রী।’

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া’তেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত সেখানে ছবি পো’স্ট করে থাকেন প্রভা। ছবি বা ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ‘ভক্তরা হুহু করে লাইকের বন্যায় ভাসিয়ে দেন। আর সে%গুলো ভাইরাল হতেও বেশি সময় লাগে না।

সম্প্রতি বৃষ্টিতে ভেজার একটি ভিডিও ‘ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আবারো আলোচনা শুরু হয়ে’ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে এই অ’ভিনেত্রী ইন্সটাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবিগুলোও পে’য়েছে তুমুল দর্শকপ্রিয়তা।’

Related Posts
x