June 6, 2020 || 2:26 pm

ভারত এবং চীনের সীমান্ত উত্তেজনা নিয়ে বৈঠক করছে দু’দেশ

প্রায় এক মাস ধরে চলছে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা,
কিছুদিন আগে ভারত সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি সংঘর্ষের কথা ও জানা গেছে।

এরপরেও সীমান্ত গুলোতে ভারত এবং চীন তাদের সামরিক শক্তি বাড়িয়ে নিয়েছে।

সূত্রে জানা গেছে, চীন তাদের সীমানায় চারটি যুদ্ধ বিমান উপস্থিতি দেখা গেছে।
এছাড়াও ভারত তাদের সামরিক বাহিনী দিয়ে তাদের সীমান্ত গুলোতে পাহারা জোরদার করেছে বলে জানা যায়।

শনিবার দুই দেশের সীমান্তবর্তী পশ্চিম লাদাখের সেনা ছাউনি চুসুল-মোলডোতে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।

চীনের তরফে তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কম্যান্ডার থাকবেন বৈঠকে।

ভারতের একটি সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পূর্ব লাদাখে সীমান্ত অঞ্চল গুলো নিয়ে যে মত বের হচ্ছিল তাদের দেশের কূটনীতিকরা বৈঠক করবে বলে জানা যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দুই দেশের মধ্যে যে মত বিরোধ হচ্ছিল এটা নিরসন হয়েছে বলে জানা যায়।

দুই দেশের সীমান্ত গুলোতে পাঁচ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে,
এছাড়াও বিমান হেলিকপ্টার এর মাধ্যমে টহল দিচ্ছে বিমানবাহিনী ও সেনাবাহিনী।

Related Posts
x