
ভারতের ৩ জন বিএসএফ কে গণধোলাই করলো বাংলাদেশীরা
বাংলাদেসি পা’চারকারীদের আ’ক্রমনে তিন বিএসএফ সদস্য আ’হ’ত হয়েছেন। জানা যায়, পা’চারকারী দলকে দেখে বিএসএফ জওয়ানরা আটকানোর চেষ্টা করলে পা’চারকা’রীরা চারদিক থেকে ঘিরে ধরে এবং লা’ঠি ও দা’ দিয়ে আ’ক্রমন চা’লায়।




বাংলাদেশি পা’চারকারীদের আ’ক্রমণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য জ’খম হয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করে এনডিটিভি।




কর্মকর্তারা জানান, উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফের বাশঘাটা পোস্টের কাছে জুলাইয়ের ৩-৪ তারিখ রাতে এ ঘটনা ঘটে।




এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বাংলাদেশি পা’চারকা’রীদের ১০-১২ জনের একটি দলের দেখা পেলে বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের সেনারা তাদের চ্যালেঞ্জ জানায়।




বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, পা’চারকা’রীরা বিএসএফকে ঘিরে ফেলে এবং তাদের উপর নি’র্মম ভাবে বাঁ’শের লা’ঠি ও ‘’দা’ দিয়ে হা’মলা চালায়।




এতে তিন বিএসএফ সদস্য জ’খ’ম হন।এই কর্মকর্তারা আরও জানান, এসময় বিএসএফের সদস্যরা প্রাণ রক্ষার্থে গু’লি ছুঁ’ড়লে পা’চার’কারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।




এর আগেও বাংলাদেশি পা’চারকারীদের আ’ক্রমনে বেশ কয়েকবার বিএসএফ সদস্য আ’হ’ত-নি’হ’ত হয়েছেন ।




Leave a Reply