
ভারতের লাদাখে ঢুকে পড়েছে চীনা বাহিনী! প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
পূর্ব লাদাখের ভারত সীমানায় চীন বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তিনি গত মঙ্গলবার ভারতের গণমাধ্যম সিএনএন নিউজ-১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি করেন।
তিনি আরো বলেন এই পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি,
এর পাশাপাশি ভারত সরকার নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলে জানা যায়।
রাজনাথ দাবি করেন, চীন এবং চীন বাহিনী লাদাখের যে অংশটুকু নিজের বলে দাবি করছেন, বাস্তব অংশে ওই জায়গাটি ভারতের বলে দাবি করেন ভারত প্রতিমন্ত্রী রাজনাথ সিং।
প্রতিমন্ত্রী রাজনাথ সিং বলেন, আগামী ৬ জুন চীন এবং ভারতের মধ্যকার এ বিষয়টা নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি,
তিনি আরো বলেন, ভারত তার নিজের অবস্থান থেকে পিছপা হবেন না বলে জানা তিনি।
প্রতিমন্ত্রী রাজনাথ সিং বলেন, চীনের কিছু নাগরিক ভারত সীমানায় ঢুকে পড়েছে, এর পরিপ্রেক্ষিতে ভারতের যা করার উচিত ছিল তাই করেছে,
সমস্যা সমাধানের জন্য এই পরিস্থিতিতে গভীরভাবে বিবেচনা করার পরামর্শ দেন এই প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, মাসখানেক আগে চীনের সেনাবাহিনীরা ভারত সেনাবাহিনীতে সাথে বর্বরতা আচরণ করেছেন,
এই বিষয়টি নিয়ে একাধিক বার সামরিক ও কূটনৈতিক আলোচনা করে সমাধান মেলেনি।
Leave a Reply